চট্টগ্রাম, রোববার, ২৪ নভেম্বর ২০২৪ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রোটারি ক্লাব অব চিটাগাং ইস্ট-এর উদ্যোগে মেগা হেলথ ক্যাম্প সম্পন্ন

প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৩ ৩:০৮ : অপরাহ্ণ

 

আত্ম মানবতার সেবায় নিয়োজিত আন্তর্জাতিক সংগঠন রোটারি ক্লাব অব চিটাগাং ইস্ট-এর উদ্যোগে রোটারি-৩২৮২’এর অধীনস্থ এরিয়া কুমিল্লা জোন-এর চাঁদপুর জেলার কচুয়া অঞ্চলের সাচার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী মেগা হেলথ ক্যাম্প সম্পন্ন হয়েছে।
৬ সেপ্টেম্বর এ ক্যাম্পে বিপুল সংখ্যক রোগী চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধ সামগ্রী গ্রহণ করেন। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু বিশেষজ্ঞ প্রফেসর ইমনুল ইসলাম ও তাঁর টীমের বিশেষজ্ঞ চিকিৎসকরা এ সেবা প্রদানে ব্রতী ছিলেন।

 

 

ক্যাম্পে পুষ্টি বিষয়ক পরামর্শ প্রদান করেন চট্টগ্রামের প্রথম ক্লিনিক্যাল পুষ্টিবিদ ও ক্লাবের অতীত সুপারস্টার প্রেসিডেন্ট, বর্তমান কমিউনিটি সার্ভিস ডিরেক্টর পিপি হাসিনা আক্তার লিপি।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা সহিদ দর্জি, চাঁদপুর জেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিসেস সালমা সহিদ, ক্লাব প্রেসিডেন্ট নাসিমা আখতার ও সেক্রেটারি লেখক-সাংবাদিক রোটারিয়ান শওকত বাঙালি, ট্রেজারার রোটারিয়ান মোহাম্মদ শহীদ উল্লাহ, ডিরেক্টর ক্লাব সার্ভিস পিপি রাকিবুল ইসলাম, সমাজসেবী ও ব্যবসায়ী কে এম সাদুল্লা চিশতী ও মিসেস শহীদ উল্ল্যাহ মিল্লাত আরা বেগম,চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. শহীদ, ডা. মকবুল, ডা. আবীদ, ডা. মাহবুব প্রমুখ।

 

Print Friendly and PDF