চট্টগ্রাম, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

এশিয়া কাপের মধ্যেই দেশে ফিরতে পারেন মুশফিক!

প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৩ ৪:৩৭ : অপরাহ্ণ

চলমান এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে পরাজিত হয় বাংলাদেশ দল। শনিবার (৯ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে সাকিবরা। সেই ম্যাচ শেষে দেশে ফিরতে পারেন টাইগারদের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।

জানা যায়, স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় মুশফিক দেশে ফেরার চিন্তাভাবনা করছেন। দ্বিতীয় সন্তানের আগমনের সময়টাতে স্ত্রীর পাশে থাকতে চান তিনি। সে জন্য ১২ সেপ্টেম্বরের মধ্যে তার ঢাকায় থাকা প্রয়োজন বলে তিনি টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন। মুশফিকের পারিবারিক এই বিষয়টি দলও গুরুত্বসহকারে নিয়েছে বলে জানা গেছে।

 

এদিকে, মুশফিক ফিরে আসলে তার বিকল্প হিসেবে অন্য কোনো ক্রিকেটারকে শ্রীলঙ্কায় আনা হবে কি না, তা এখনও নিশ্চিত করে জানা যায়নি।

উল্লেখ্য, সুপার ফোরে বাংলাদেশ দল নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে ১৫ সেপ্টেম্বর।

Print Friendly and PDF