চট্টগ্রাম, রোববার, ৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

চুয়েটে সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার সম্পন্ন

প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৩ ২:৪৮ : অপরাহ্ণ

 

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে “স্ট্রেনথেনিং সাইবার সিকিউরিটি: সেইফগার্ডিং ইউর ডিজিটাল ওয়ার্ল্ড” (Strengthening Cyber Security: Safeguarding Your Digital World) শীর্ষক এক সেমিনার সম্পন্ন হয়েছে।

 

 

৭ই সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ২০২৩ খ্রি. সকাল ১১:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয়। এতে বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আসাদুজ্জামান।

 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইটিই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আজাদ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইটিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম। সেমিনারে রিসোর্স পারসন ছিলেন জন হ্যানকক ও ম্যানুলাইফের কন্ট্রোল ম্যানেজমেন্ট ও কন্ট্রোল গভর্নেন্স-এর সাইবার সিকিউরিটির পরিচালক জনাব নিজাম মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইটিই বিভাগের সহকারী অধ্যাপক জনাব তাইয়্যিবা তাহের। সেমিনারে ইটিই বিভাগের প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।

 

 

Print Friendly and PDF