চট্টগ্রাম, রোববার, ৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

নিবন্ধন ছাড়া বেসরকারি প্রাথমিকে পাঠদান বন্ধ

প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৩ ২:৪২ : অপরাহ্ণ

নিবন্ধন ও একাডেমিক স্বীকৃতি ছাড়া কোন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পাঠদান কার্যক্রম চালাতে পারবে না। এখন যেসব প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেগুলোকেও নিবন্ধন নিতে হবে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

 

 

তিনি আরও বলেন, খুব শিগগিরই জারি হবে এ সংক্রান্ত প্রজ্ঞাপন। তবে এর বাইরে থাকবে ইংরেজি মাধ্যম স্কুল। একাডেমিক স্বীকৃতির জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে আবেদন করতে হবে। যা ৩০ দিনের মধ্যে জেলা শিক্ষা অফিসার বিবেচনা করে স্বীকৃতি দেবেন। ১ বছরের জন্য নিবন্ধন ও ৩ বছরের জন্য একাডেমিক স্বীকৃতি দেয়া হবে।

 

 

এসময় সচিব আরও জানান, এ বছর প্রাথমিকে বৃত্তি পরীক্ষার বদলে ক্ষুদে অলিম্পিয়াডের মত কার্যক্রম নেয়া হবে। বর্তমানে যে স্কুলগুলো আছে তার মাত্র ১০ শতাংশ নিবন্ধিত। বাকি ৯০ শতাংশ অনিবন্ধিত। অনিবন্ধিত এসব শিক্ষা প্রতিষ্ঠানকে নিবন্ধন নেওয়ার জন্য তিন মাস সময় দেওয়া হবে।

 

 

সূত্র: চ্যানেল ২৪

Print Friendly and PDF