প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৩ ২:৫৮ : অপরাহ্ণ
চলমান এশিয়া কাপে দারুণ ছন্দে রয়েছে পাকিস্তান। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বড় জয় পেয়েছে বাবর-রিজওয়ানরা। দলটির বড় জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পেসাররা। পাকিস্তানের তিন পেসার শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রউফ যেকোনো দলকে গুঁড়িয়ে দিতে সক্ষম। সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে সুখবর পেয়েছেন পাকিস্তানের এই পেসত্রয়ী।
আইসিসির প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে এগিয়েছেন পাকিস্তানের এই তিন পেসার। এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে ৬ উইকেট শিকার করেছেন শাহিন শাহ আফ্রিদি। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করার সুবাদে আইসিসির র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন তিনি।
আফ্রিদির মতো র্যাঙ্কিংয়ে এগিয়েছেন রউফ-নাসিম শাহও। তেরো ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ের ৬৮তম স্থানে উঠে এসেছেন নাসিম। অন্যদিকে, নতুন প্রকাশিত র্যাঙ্কিংয়ে ২৯তম স্থানে উঠে এসেছেন রউফ।
সুখবর পেয়েছেন সাকিবও। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করার সুবাদে সাকিব আরও একবার উঠে এসেছেন আইসিসি বোলার র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে। নতুন হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে ৬২৪ পয়েন্ট নিয়ে দশ নম্বরে অবস্থান করছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে দশে উঠেছেন তিনি।