চট্টগ্রাম, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ শুভ জন্মাষ্টমী

প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৪২ : পূর্বাহ্ণ

আজ শুভ জন্মাষ্টমী। সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। সারাদেশে দিবসটি যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করছেন কৃষ্ণ ভক্তরা।

ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি পালনে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল চণ্ডিপাঠ, গীতাযঞ্জ ও মহানাম সংকীর্তনের মধ্যে দিয়ে প্রথম প্রহরে ভক্তরা ভগবান বিষ্ণু এর অষ্টম অবতার শ্রী কৃষ্ণকে আরাধনা করছেন। চন্দন, ঘৃত, দধি ও মধু মিলিয়ে মোট ১০৮টি উপাচারে আহুতি দেয়া হয় যঞ্জের আগুনে।

 

 

অগ্নিযোগ্য, সমাবেত প্রার্থনা, ধর্মীয় সংগীত ও প্রসাদ বিতরণসহ নানা উপচারে দিনটি উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। শাস্ত্র অনুসারে ভাদ্র মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ। সেই পূণ্য তিথির স্মরণে পালিত হয় জন্মাষ্টমী। সনাতন ধর্মানুযায়ী যখনই পৃথিবীতে অধর্ম বেড়ে গিয়ে ধার্মিক ও সাধারণের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, তখনই দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে ধর্মের রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অবতার রূপে ধরায় নেমে আসেন।

 

Print Friendly and PDF