চট্টগ্রাম, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ , ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকাসহ ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৩ ৪:৪৬ : অপরাহ্ণ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

 

এছাড়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

 

এদিকে, নেত্রকোণায় আকস্মিক ঝড়ে বিভিন্ন স্থাপনাসহ বেশ কিছু এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। ভোরে আধঘণ্টার ঝড়ে এমন অবস্থার সৃষ্টি হয়। এসময় কলমাকান্দার ভানবিলে মাছ ধরতে গিয়ে  নৌকাডুবে আব্দুল কুদ্দুস নামে এক জেলের মৃত্যু হয়েছে। এসময় আরো জন নিখোঁজ হয়েছেন।

 

Print Friendly and PDF