চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ডেঙ্গুজ্বরে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৬

প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৫৩ : পূর্বাহ্ণ

ডেঙ্গুজ্বরে ১ দিনে প্রাণ গেলো আরও ১৬ জনের। এ নিয়ে চলতি বছর প্রাণহানির সংখ্যা হলো ৬৩৪। আক্রান্ত আর মৃত্যুতে ব্রাজিলের পরেই এখন বাংলাদেশের অবস্থান।

 

২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রাজধানীতে ছিলেন ৮ জন, বাকী ৮ জন ঢাকার বাইরে। শেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২ হাজার ৬০৮ জন রোগী। চলতি মাসের প্রথম তিন দিনে হাসপাতালে নতুন রোগীর সংখ্যা প্রায় ৭ হাজার।

 

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া তথ্য বলছে, গেল দিন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২ হাজার ৩৭৯ জন। রাজধানীতে মৃতের হার এখন শূন্য দশমিক আট শতাংশ। সবশেষ হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে রাজধানীতে আক্রান্ত ৮৯২ জন। বাকী ১ হাজার ৭১৬ জন অন্যান্য জেলায়।

 

সূত্র: যমুনা  নিউজ

Print Friendly and PDF