চট্টগ্রাম, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা মেডিকেল থেকে চুরি যাওয়া নবজাতক কামরাঙ্গীরচর থেকে উদ্ধার

প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৩ ১০:২৪ : পূর্বাহ্ণ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড থেকে চুরি হওয়া নবজাতক আব্দুল্লাহকে কামরাঙ্গীরচর থেকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২ সেপ্টেম্বর) রাতে বাচ্চাটিকে উদ্ধার করে শাহবাগ থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

 

এর আগে গত বৃহস্পতিবার ঢাকা মেডিকেলের ১০৬ নম্বর ওয়ার্ড থেকে একজন নারী নবজাতকটিকে চুরি করে নিয়ে যান। পরে সিসি ক্যামেরা ও তথ্য প্রযুক্তির সহায়তায় কামরাঙ্গীরচর থেকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। নবজাতকটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।

 

 

সূত্র: যমুনা  নিউজ

Print Friendly and PDF