চট্টগ্রাম, রোববার, ২ জুন ২০২৪ , ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

যানজট থেকে স্বস্তি পেতে খুললো এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুয়ার

প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৩ ৩:৫৯ : অপরাহ্ণ

 

রাজধানীর যানজট কমাতে খুলে দেয়া হলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুয়ার। শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কাওলা অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার ছোট বোন শেখ রেহানা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও প্রকল্প সংশ্লিষ্টরা। উদ্ধোধনের পরে তারা মোনাজাতে অংশ নেন।

 

 

উদ্ধোধনের পর প্রথম যাত্রী হিসেবে টোল দিয়ে কাওলা থেকে ফার্মগেটের উদ্দেশে রওনা দিয়েছেন সরকার প্রধান। এর আগে, বাংলাদেশের আরেক মেগা প্রকল্প স্বপ্নের পদ্মা সেতুরও প্রথম যাত্রী ছিলেন শেখ হাসিনা।

অর্থায়ন, নকশা ও ভূমি অধিগ্রহণ জটিলতায় প্রকল্পটির কাজ ৫ দফা পিছিয়ে ২০২০ সালে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এখনও পুরোপুরি কাজ শেষ না হলেও রাজধানীর যানজট আপাতত কমাতে প্রকল্পের বিমানবন্দর থেকে ফার্মগেট অংশ খুলে দেয়া হলো।

 

 

সূত্র: যমুনা  নিউজ

Print Friendly and PDF