চট্টগ্রাম, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ , ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মান্দায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফাউন্ডেশনের আয়োজনে আলোচনাসভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত

প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৩ ১০:১৪ : পূর্বাহ্ণ

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফাউন্ডেশনের আয়োজনে আলোচনাসভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ফেরিঘাট বাসস্ট্যান্ডে এ আলোচনাসভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

 

এতে শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফাউন্ডেশন এর আহবায়ক আলহাজ্ব খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা ও  নওগাঁ জেলা  আওয়ামীলীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক এস.এম ব্রহানী সুলতান মামুদ (গামা)।

 

 

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের  সাংগঠনিক সম্পাদক ডাঃ মাহফুজ নয়ন,মান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সেচ্ছাসেবকলীগের  এমদাদুল হক, সাধারণ সম্পাদক নওসাদ আলী, বিষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ইয়াকুব আলী, মান্দা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম, আমিনুল ইসলাম এবং বর্তমান সাধারণ সম্পাদক রহুল আমিন প্রমূখ।
এসময় জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Print Friendly and PDF