চট্টগ্রাম, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নাশভিলের সাথে ড্র করলো মেসির মিয়ামি

প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৩ ৩:২৮ : অপরাহ্ণ

 যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ন্যাশভিলের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে ইন্টার মিয়ামি। বৃহস্পতিবার সকালে ফ্লোরিডার ডিআরভি পিএনকে স্টেডিয়ামে কোনো দলই নির্ধারিত সময়ে গোল করতে পারেনি।

গোল না পেলেও ম্যাচে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে ফ্লোরিডার ক্লাবটি। সব মিলিয়ে ৭০ শতাংশ সময় বল দখলে রেখেছে ইন্টার মিয়ামি। তবে ১৩টি শট নিয়েও দরকারি গোল পায়নি। এরমধ্যে মেসি দুই বার ফ্রি-কিক নিলেও লক্ষ্যে রাখতে পারেননি একটিও। ৩৪ আর ৪৪ মিনিটে রবার্ট টেলরের সুযোগ হাতছাড়া করার মাশুল গুণেছে দলটি।

 

 

লিওনেল মেসি ক্লাবটিতে যোগ দেওয়ার পর এই প্রথম জয় ছাড়া মাঠ ছাড়ল মিয়ামি। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর এই প্রথম কোনো গোল বা গোলে অবদান রাখতে পারেননি মেসি।

তাতে দলটির প্লে-অফ ওঠার স্বপ্নেও বড় ধাক্কা খেয়েছে। ২৪ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ১৫ দলের মধ্যে ১৪তম স্থানে তারা। প্লে-অফের পজিশন নয় নম্বরে থাকা শিকাগোর পয়েন্ট ২৬ ম্যাচে ৩২।

 

Print Friendly and PDF