চট্টগ্রাম, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

‘দেশে ডেঙ্গু পরিস্থিতি মহামারির রূপ নিয়েছে’

প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৩ ৪:৩৬ : অপরাহ্ণ

দেশে ডেঙ্গু পরিস্থিতি মহামারির রূপ ধারণ করেছে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা এও মনে করছেন যে, পরিস্থিতি বেশ জটিল হয়েই উঠেছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বে-নজীর আহমেদ বললেন, সময়মতো কার্যকর পদক্ষেপ না নেয়ায় এমনটি হয়েছে। যার নেতিবাচক প্রভাব জনস্বাস্থ্যের ওপর পড়বে কয়েক দশক। পরিকল্পিত উপায়ে ও বৈজ্ঞানিক পদ্ধতিতে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলার তাগিদ দিলেন এই বিশেষজ্ঞ চিকিৎসক।

 

 

এ মাসের ২৮ দিনে ৩১৮ জনের প্রাণ নিয়েছে ডেঙ্গু। এই সময়ে ৬৭ হাজারের বেশি মানুষকে আক্রান্ত করেছে মশাবাহিত এই রোগ। আর বছরের প্রথম আট মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১ লাখ ১৯ হাজার ১৩১ জন। আর গত পাঁচ বছরে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২২ হাজার ৮৫১ জন। জনস্বাস্থ্যবিদ বে-নজীর আহমেদ বললেন, এসব পরিসংখ্যানই বলে দিচ্ছে ডেঙ্গু এখন মহামারির রূপ নিয়েছে।

 

 

তিনি বললেন, ডেঙ্গু ৬৪ জেলায় ছড়িয়ে পড়ায় জনস্বাস্থ্য মারাত্মক হুমকিতে পড়বে। যা অন্তত আগামী ৩০ থেকে ৪০ বছর ভোগাবে।

আধুনিক পদ্ধতিতে মশা নিধনের পাশাপাশি বিশেষজ্ঞ দলের সমন্বয়ে সরকারি সংস্থাগুলোকে কাজ করার পরামর্শ দিলেন এই জনস্বাস্থ্যবিদ। দ্রুত কার্যকরী উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও জটিল হবে বলেও আগাম বার্তা দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক এই উপদেষ্টা।

 

 

সূত্র – বৈশাখী  অনলাইন

Print Friendly and PDF