চট্টগ্রাম, রোববার, ৮ ডিসেম্বর ২০২৪ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শার্শা ও বেনাপোল পোর্ট থানার উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

প্রকাশ: ২৯ আগস্ট, ২০২৩ ১০:০৬ : পূর্বাহ্ণ

বেনাপোল প্রতিনিধি : শার্শা ও বেনাপোল পোর্ট থানার উদ্যোগে জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ আগস্ট) বিকালে শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা  সভা অনুষ্ঠিত হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আকিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন, যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম। এডিশনাল এসপি বিল্লাল হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা ইসলাম, শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বেনাপোল পৌর সভার মেয়র নাসির উদ্দিন, নাভারন সার্কেল সিনিয়র এএসপি নিশাত আল নাহিয়ান, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন প্রমূখ।
এছাড়া উক্ত অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, আইশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদকর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly and PDF