চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

মান্দায় পল্লী শিশু ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বনজ ও ফলজ গাছের চারা বিতরণ

প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৩ ৯:৫৮ : পূর্বাহ্ণ

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ (পিএসএফ) সমৃদ্ধি কর্মসূচি’র শিক্ষা সহায়তা কার্যক্রমের আওতায় ছাত্র-ছাত্রীদের মাঝে বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলার গণেশপুর ইউনিয়নের মীরপুরে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগীতায় ৭ শত ৫০ জন শিক্ষার্থীদের মাঝে ১ হাজার ৫০০টি বনজ ও ফলজ গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ এর উপ-পরিচালক মনসুর আহমেদ।

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ নওগাঁ অঞ্চলের আঞ্চলিক ব্যাবস্থাপক কামাল হোসেন, সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী মামুনুর রশিদ,সতীহাট শাখা ব্যাবস্থাপক নুরুজ্জামান, সমাজ উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জেল হোসেন এবং সহকারী শিক্ষক বজলুর রহমান প্রমূখ।

 

Print Friendly and PDF