চট্টগ্রাম, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ , ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

এশিয়া কাপ খেলতে দেশ ছাড়লো টাইগাররা

প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৩ ৪:৪৯ : অপরাহ্ণ

আর মাত্র দুই দিন পর শুরু হচ্ছে এশিয়া কাপ। এশিয়া মহাদেশের ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর শুরু হবে ৩০ আগস্ট। সেই আসরে অংশ নেওয়ার লক্ষ্যে রোববার (২৭ আগস্ট) দেশ ছেড়েছে টাইগাররা।

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উদ্দেশ্যে দুপুর ১২টা ৫৫ মিনিটে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা থেকে রওয়ানা দিয়েছে টাইগারদের বহর। শারীরিক অসুস্থতার কারণে এদিন দলের সঙ্গে যেতে পারেননি লিটন দাস।

 

 

বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানান, লিটনের জ্বর এসেছে। তাই তিনি দলের সঙ্গে কলম্বোর বিমানে চড়তে পারেননি। শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নিয়েছেন।

এদিকে দেশ ছাড়ার আগে সবার কাছে দোয়া চেয়েছেন পেসার তাসকিন আহমেদ। বিমানবন্দরে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা। দলগতভাবে বড় সাফল্য হবে, যদি আমরা এশিয়া কাপের ফাইনালে যেতে পারি।’

 

Print Friendly and PDF