চট্টগ্রাম, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ , ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার ওপরে

প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৩ ১০:১৩ : পূর্বাহ্ণ

বৃষ্টি ও উজানের ঢলে লালমনিরহাট ও নীলফামারীতে তিস্তা নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। এতে করে ডালিয়া ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার ও কাউনিয়া পয়েন্টে ৪১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।

 

 

এদিকে, তিস্তায় পানি বেড়ে যাওয়ায় লালমনিরহাটের পাঁচ উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরের বসতবাড়িতে পানি  প্রবেশ করেছে।

অন্যদিকে, তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় নীলফামারী ডিমলা উপজেলার আটটি ইউনিয়ন ও খগাখড়িবাড়ি  ইউনিয়নের ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া, মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীর ভাঙন তীব্র হয়ে উঠেছে। এরই মধ্যে নদী গর্ভে বিলিন হয়ে গেছে ১২টি বসতবাড়ি ও ফসলি জমি। সেইসাথে আংশিক ধ্বসে গেছে ৪৬ নং চর মুকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন।

 

 

সূত্র – বৈশাখী  অনলাইন

Print Friendly and PDF