চট্টগ্রাম, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

যেকোন দুর্যোগ পরিস্থিতিতে সব সময় মানুষের পাশে দাড়িঁয়ে মানবতার দৃষ্টান্ত রেখেছে রেড ক্রিসেন্ট : চসিক মেয়র

প্রকাশ: ২৪ আগস্ট, ২০২৩ ৩:৪২ : অপরাহ্ণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিট এর আয়োজনে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর বাস্তবায়নে জাতীয় সদর দপ্তর হতে প্রেরিত গ্রামীণফোন এর সহযোগিতায় ১০০০ ফুড প্যাকেজ গত ২৪ আগষ্ট অতিভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার সমূহের মাঝে নগরীর একটি কমিউনিটি সেন্টারে ফুড প্যাকেজ বিতরণ করা হয়।

 

বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা মো: রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহামুদ।

 

চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিট এর সেক্রেটারি আবদুল জব্বার সভাপতিত্বে সম্মানিত অতিথি চসিকের ১৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল মোস্তফা টিনু, চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য মহসিন উদ্দিন চৌধুরী ফয়সাল, মোঃ মোশরাফুল হক চৌধুরী পাভেল, মোঃ ইমতিয়াজ,  গ্রামীন ফোনের সিনিয়র স্পেশাললিস্ট সুলতানুল যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর যুব প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান এর সঞ্চালনায় বিতরণকালে সোসাইটির কর্মকর্তা কাজী আসাদুজ্জামান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

চসিক মেয়র বিতরণকালে বলেন,  যেকোন দুর্যোগ পরিস্থিতিতে সব সময় মানুষের দাড়িঁয়ে মানবতার দৃষ্টান্ত রেখেছে রেড ক্রিসেন্ট। এছাড়াও আওয়ামী লীগের নেতারা মানুষের কল্যাণে ছুটে যায় যেকোন বিপদে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আমরা বন্যা, করোনা পরিস্থিতিতে মোকাবেলায় করতে সক্ষম হয়েছি। আমাদের এই রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা জীবন বাজিরেখে করোনাকালীন সময়ে মানুষের জন্য খাবার ,অক্সিজেন প্রদান সহ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেছে।

এছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার শুলকবহর, মোহরা, উত্তর আগ্রাবাদ এলাকায় পানিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ফুড প্যাকেজ পৌঁছে দিয়েছে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর যুব স্বেচ্ছাসেবকরা।

 

Print Friendly and PDF