চট্টগ্রাম, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পিরোজপুরে নানা আয়োজনে তথ্য অফিসের জাতীয় শোক দিবস পালন

প্রকাশ: ২৪ আগস্ট, ২০২৩ ৪:১৩ : অপরাহ্ণ

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে নানা আয়োজনে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালন করেছে জেলা তথ্য অফিস। আজ বৃহষ্পতিবার বেলা ১১ টায় জেলা তথ্য অফিসের আয়োজনে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দিবসটি পালন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সেলিম হোসেন। সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক (রুটির দায়িত্ব) লেলিন বালা। এছাড়া বিদ্যালয়ের শিফট ইনচার্জ (দিবা) দ্বীলিপ কুমার মৃধা, শিফট ইনচার্জ (মর্নিং) রীতা রাণী বলসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জেলা তথ্য অফিসের আয়োজনে চলচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, উপস্থিত কুইজ প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

Print Friendly and PDF