চট্টগ্রাম, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ , ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

পিরোজপুরে উদ্দীপন প্রোব ডায়াগনেষ্টিক সেন্টারের উদ্বোধন

প্রকাশ: ২৪ আগস্ট, ২০২৩ ১০:৩১ : পূর্বাহ্ণ

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্টির চিকিৎসা সেবায় আধুনিক সুযোগ সুবিধা নিয়ে উদ্দীপন প্রোব ডায়াগনেষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বিকেলে বাইপাস সড়কে উদ্দীপন অফিস কার্যালয়ের পাশে প্রধান অতিথি হিসেবে উদ্দিপন প্রোব ডায়াগনেষ্টিক সেন্টারের উদ্বোধন করে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: সেলিম হোসেন।

 

উদ্দীপন প্রোব ডায়াগনেষ্টিক সেন্টারের উদ্বোধন অনুষ্ঠনে উদ্দীপন পরিচালনা পর্ষদের সদস্য মো: মাহাবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকী, উর্ধ্বতন সহকারী পরিচালক-২ ফয়সাল মুহাম্মদ ওয়াহিদ প্রমুখ।

 

উদ্দীপন প্রোব ডায়াগনেষ্টিক সেন্টারে প্যাথলজী, সকল ধরনের রক্ত পরিক্ষা, হেমাটোলজি, বায়োকেমিস্ট, ক্লিনিক্যাল প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, সেরেলজি, হরমোন, এফ এন এ সি, বায়োপসি, আসিজি, ফোরডি ইউএসজি আল্ট্রাসনোগ্রাম, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্সরে, টিভিএস  সহ সকল ধরনের রক্ত পরিক্ষার নমুনা বাসা থেকে সংগ্রহের ব্যবস্থা রয়েছে।

 

Print Friendly and PDF