চট্টগ্রাম, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ , ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ভূ-রাজনৈতিক কারণে অস্থিরতায় আছে বিএনপি: তথ্যমন্ত্রী

প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৩ ৪:১১ : অপরাহ্ণ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, ভূ-রাজনৈতিক কারণে অস্থিরতায় আছে বিএনপি। তাই নেতা কর্মীদের চাঙ্গা করতে যখন তখন পদযাত্রা, সমাবেশের ঘোষণা দেয়। আগামী ২৫, ২৬ আগস্টে বিএনপির সমাবেশ প্রসঙ্গে আজ বুধবার সচিবালয়ে এসব কথা বলেন তিনি।

 

 

মন্ত্রী বলেন, বিএনপির সমাবেশের সাথে জনগণের সম্পৃক্ততা নেই। মন্ত্রী আরও বলেন, ২১শে আগস্টের ঘটনা ঘটিয়েছে তারেক রহমান। সেই দলের প্রতিনিধিত্ব করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই ২১শে আগস্ট নিয়ে তার এতসব মিথ্যাচার।

তিনি বলেন, দেশে জঙ্গিগোষ্ঠীর উত্থান শুরু হয়েছে বিএনপির হাত ধরে। তারাই জঙ্গি লালন-পালন করে। দেশে জঙ্গি নাই, সরকার জঙ্গির মিথ্যা খবর তৈরি করছে- মির্জা ফখরুলের এমন বক্তব্যে এসব বলেন তিনি।

 

 

সূত্র – নিউজ ২৪ অনলাইন

Print Friendly and PDF