চট্টগ্রাম, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ , ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে চীন হস্তক্ষেপ করবে না: রাষ্ট্রদূত

প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৩ ৪:৩০ : অপরাহ্ণ

বাংলাদেশের নির্বাচন নিয়ে চীন কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন চীনা রাষ্ট্রদূত।

 

 

ইয়াও ওয়েন বলেন, নির্বাচন প্রতিটি দেশের অভ্যন্তরীণ বিষয়। এ ব্যাপারে চীন কখনো হস্তক্ষেপ করে না। এটাই আমাদের নীতি।

তিনি বলেন, চীন বাংলাদেশের উন্নয়ন সহযোগী ও বন্ধু। বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ বিষয়ে চীন কখনোই হস্তক্ষেপ করবে না। আগামী দিনে বাংলাদেশ পরিচালনা কে করবে তা এ দেশের জনগণই ঠিক করবে।

 

 

খুলনার মোংলা বন্দরকে আধুনিকায়ন করতে চীন ৫ হাজার কোটি টাকার প্রকল্পে বিনিয়োগ করতে চায় বলেও জানান চীনা রাষ্ট্রদূত।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেন, মেরিটাইমে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে চীন। চীনের অর্থায়নে ছয়টি জাহাজ কেনা হয়েছে। আরও জাহাজ কেনার বিষয়ে আলোচনা হয়েছে।

 

 

সূত্র – বৈশাখী  অনলাইন

Print Friendly and PDF