চট্টগ্রাম, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গ্রেনেড হামলার প্রতিবাদে মান্দায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৩ ১০:৪২ : পূর্বাহ্ণ

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ গ্রেনেড হামলার প্রতিবাদে নওগাঁর মান্দায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মান্দা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ফেরিঘাট বাসস্ট্যান্ডে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডলের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. নাহিদ মোর্শেদ বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে অডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন ৪৯-নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য মুহাঃ ইমাজ উদ্দিন প্রামানিক।

 

 

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, জাহাঙ্গীর আলম ও সাইফুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইফুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ, সদস্য আসাদুজ্জামান আসাদ, ৩নং পরানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু তালেব, ১৪ নং বিষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, ১০ নং নুরুল্লাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ ভুট্টু, ৮ নং কুসুম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজা মোর্শেদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গৌতম কুমার মহন্ত, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমদাদুল হক, উপজেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক মোমেনা খাতুন প্রমূখ।

এসময় জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Print Friendly and PDF