চট্টগ্রাম, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

‘সংবিধানের বাইরে গিয়ে ক্ষমতার গ্যারান্টি চাচ্ছে বিএনপি’

প্রকাশ: ২২ আগস্ট, ২০২৩ ২:২৪ : অপরাহ্ণ

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, কোন দল ক্ষমতায় আসবে তা নির্ধারণ করবে দেশের জনগণ। তবে সংবিধানের বাইরে গিয়ে ক্ষমতার গ্যারান্টি পেতে চাচ্ছে বিএনপি।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, কোন দল ক্ষমতায় আসবে সেটি নির্ধারণ করবে দেশের জনগণ। তবে প্রতিবেশী দেশের এ নিয়ে চিন্তা থাকতেই পারে। সকল দেশের সাথে আমাদের সম্পর্ক ভালো। তবে ভারতের সাথে সম্পর্কের বিষয়টি অন্য কোনো দেশের সাথে তুলনা হয় না বলেও মনে করেন তিনি।

 

 

হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগের নেতৃত্ব শেষ করতেই ২১শে আগস্টে গ্রেনেড হামলা করা হয়েছিলো।

২১শে আগস্ট গ্রেনেড হামলা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, মহাসচিবের পদ নড়বড়ে হয়ে গেছে বলে মিথ্যাচার করছেন মির্জা ফখরুল।

তিনি আরও বলেন, বিএনপির সমসাময়িক বক্তব্যে এটিই প্রমাণ করে যে তারা দেশে কিছু একটা ঘটাতে চাচ্ছে।

 

 

সূত্র – বৈশাখী  অনলাইন

Print Friendly and PDF