চট্টগ্রাম, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ , ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শার্শায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক

প্রকাশ: ২১ আগস্ট, ২০২৩ ৯:৪৯ : পূর্বাহ্ণ

মোঃ ওসমান,বেনাপোল প্রতিনিধি  : যশোরের শার্শায় একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ বাবু হোসেন (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ আগষ্ট) ভোরের দিকে উপজেলার জিরেনগাছা টু কাশিয়াডাঙ্গা সড়কের কাটাখাল ব্রীজের উপর থেকে এ অস্ত্র ও গুলিসহ তাকে আটক করা হয়।
আটক বাবু হোসেন উপজেলার জিরেনগাছা গ্রামের রফিকুলের ছেলে।
নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিশাত আল নাহিয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কাটাখাল ব্রীজের উপর অস্ত্রসহ এক ব্যক্তি অবস্থান করেছে। এমন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই আনিসের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে বাবু হোসেনকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলিসহ আটক করা হয়। তার বিরুদ্ধে শার্শা থানায় মামলার হয়েছে বলে তিনি জানান।

Print Friendly and PDF