চট্টগ্রাম, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ , ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বেনাপোলে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

প্রকাশ: ২১ আগস্ট, ২০২৩ ৯:৩৯ : পূর্বাহ্ণ

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে একজন সাজাপ্রাপ্ত আসামী সহ সাতজন গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী কে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

রবিবার (২০ আগস্ট) রাত থেকে সকাল পর্যন্ত বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

 

সাজাপ্রাপ্ত আসামী হলেন, বালুন্ডা গ্রামের মৃত জাহান আল আউলীয়া ছেলে জুলফিকার আলী জুলু (৪৫) এবং গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী ছোট আচঁড়া গ্রামের  মৃত আঃ মান্নানের ছেলে শিমলা (২৪),সাদিপুর গ্রামের শরিফূল ইসলামের ছেলে ইমারুল শেখ (২১) ও ইমরুল (১৮),আলাউদ্দিন এর ছেলে হাফিজুর রহমান (২৫), ৪ নং ঘিবা নারায়নপুর বিশ্বাসপাড়ার মৃত সামাদ শেখের ছেলে তাইজুল ইসলাম, বোয়ালিয়া গ্রামের মৃত আবুল মোল্লা ছেলে জাকির হোসেন।

 

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, রাত থেকে সকাল পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে ১জন সাজাপ্রাপ্ত আসামী সহ ৭জন গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Print Friendly and PDF