চট্টগ্রাম, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ , ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণ জব্দ নিয়ে ধূম্রজাল

প্রকাশ: ২১ আগস্ট, ২০২৩ ৩:৪৬ : অপরাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ জব্দ নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, সোমবার (২১ আগস্ট) সকালে শারজাহ থেকে বিমান বাংলাদেশে আসা তুষার নাগিনদাস নামে ভারতীয় পাসপোর্ট ধারী যাত্রীর কাছ থেকে ৯২০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়।

তবে বিশ্বস্ত সূত্র জানিয়েছে, বিমানবন্দরে কর্মরত কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা সালেমকে ৬ পিস স্বর্ণের বারসহ আটক করে গোয়েন্দা সংস্থা এনএসআই। এর আগে বাথরুমে সালেম এক যাত্রীর কাছ থেকে বারগুলো সংগ্রহ করে। বিষয়টি টের পেয়ে সালেমকে জিজ্ঞাসাবাদ করে এনএসআই। এ নিয়ে বাকবিতণ্ডাও হয়। পুরো বিষয়টা তোলপাড় সৃষ্টি করে বিমানবন্দরে। এর পরপরই বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা শুরু হয়। রক্ষা করার চেষ্টা চলে সালেমকে। অবশেষে কাস্টমস গোয়েন্দারা জানায়, পরিত্যক্ত অবস্থায় স্বর্ণ উদ্ধারের কথা। তবে পুরো ঘটনাটি চাঞ্চল্য সৃষ্টি করলেও এ নিয়ে মুখ খোলেনি কোনো পক্ষ।

 

 

সূত্র: চ্যানেল ২৪

Print Friendly and PDF