চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

কিছু ভাড়া করা মানুষ দেশে মানবাধিকার নিয়ে কথা বলছে: প্রধানমন্ত্রী

প্রকাশ: ২১ আগস্ট, ২০২৩ ৪:০৩ : অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জিয়া পরিবার মানে খুনি পরিবার। এই দেশে আর খুনিদের শাসন চলবে না। কিছু ভাড়া করা মানুষ এখন দেশে মানবাধিকার নিয়ে কথা বলছে। বিএনপি-জামায়াতের হাতে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী যাখন জীবন দিয়েছিল, তাদের মানবাধিকার কোথায় ছিল?’

 

 

সোমবার (২১ আগস্ট) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২১ আগস্টের নিহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান হাজার হাজার কোটি টাকা চুরি করে লন্ডনে বসে আয়েশী জীবন যাপন করছে অভিযোগ করে সাহস থাকলে তাকে দেশে ফেরার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, ‘২১ আগস্টের গ্রেনেড হামলার দিনে সরকারি হাসপাতালগুলোর চিকিৎসা সরঞ্জামও তালাবদ্ধ করে রেখেছিল বিএনপির চিকিৎসকরা। ৭৫ এর ১৫ আগস্টের নেপথ্যে জিয়াউর রহমান যেভাবে কাজ করেছিল, ২১ আগস্টের গ্রেনেড হামলায়ও তার সন্তান তারেক রহমান একইভাবে কাজ করেছে। ’

 

 

তিনি বলেন, বিএনপি-জামায়াতের হাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যার রক্ত লেগে আছে।

দেশবাসীকে বিএনপি-জামায়াতের বিষয়ে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। চোরাকারবারি, ঘুষখোর এবং মানুষের সম্পদ লুটপাটকারীরা যেন আর কোনোভাবে সুযোগ না পায় সে বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকারও আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি। তিনি বলেন, ‘বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের পথে চলছে, বিশ্ব দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হবে। ’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ ভোট দিয়েই আমাদের বারবার নির্বাচিত করেছে। আমাদের সুযোগ দিয়েছে এ দেশের মানুষের সেবা করতে। ক্ষমতায় আসার পর থেকে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি।

 

 

সূত্র – নিউজ ২৪ অনলাইন

Print Friendly and PDF