চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার সৌদি-যুক্তরাজ্যে স্মার্ট এনআইডি সেবা দেবে নির্বাচন কমিশন

প্রকাশ: ২১ আগস্ট, ২০২৩ ৩:৪২ : অপরাহ্ণ

আগামী নির্বাচনের আগে এবার সংযুক্ত আরব আমিরাতের পর অগ্রাধিকার ভিত্তিতে সৌদি আরব ও যুক্তরাজ্যে স্মার্ট এনআইডি কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন।

সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কয়েকটি আলোচ্য বিষয় নিয়ে সভা হয়। সেই সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান সচিব জাহাংগীর আলম।

 

 

সচিব বলেন, জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণার পরে ৯ লাখের বেশি কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া হবে। এর আগে প্রশিক্ষণ যারা দেবেন তাদের ট্রেনিং হবে সেপ্টেম্বরে।

এছাড়া কমিশন সভায় প্রধান নির্বাচন কমিশনার আপিল বিভাগের বিচারপতির সম মর্যাদা ও অন্য কমিশনারগণ হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সম মর্যাদায় সুযোগ সুবিধা পাবেন বলে নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

 

 

সূত্র – নিউজ ২৪ অনলাইন

Print Friendly and PDF