চট্টগ্রাম, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নগরীর ৪১ ওয়ার্ডে হার্টের রোগীদে ফ্রি চিকিৎসা দেওয়া হবে: আবদুস সালাম

প্রকাশ: ২০ আগস্ট, ২০২৩ ১১:১৩ : পূর্বাহ্ণ

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম বলেছেন, চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডে মেডিকেল ক্যাম্প স্থাপন করে হার্টের রোগীদের ফ্রি
চিকিৎসা ও ওষুধ দেওয়া হবে। সম্প্রতি চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন এমন উদ্যোগ হাতে নিয়েছে।

 

 

এরই অংশ হিসেবে আমরা আজ চসিকের ২৪ নম্বর ওয়ার্ড কার্যালয়, মুহুরীপাড়া, উত্তর আগ্রাবাদে ৫ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
শনিবার (১৯ আগস্ট) চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শিল্পপতি আবদুস সালাম এসব কথা বলেন।

 

 

চসিক কাউন্সিলর নাজমুল হক ডিউকের সার্বিক সহযোগিতায় মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল প্রফেসর ডাক্তার প্রবীর কুমার দাস, পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি,ডাক্তার ইয়াসমিন সুলতানা, ডাক্তার ফারজানা শবনম, ল্যাব টেকনিশিয়ান  চন্দক বড়ুয়া, ফাউন্ডেশনের সেবিকাগণ।

 

Print Friendly and PDF