চট্টগ্রাম, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

নেইমারসহ সৌদি লিগে নাম লিখিয়েছেন ব্রাজিলের যে ফুটবলাররা

প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৩ ৪:৪৫ : অপরাহ্ণ

এবারের দলবদলে বড় চমক দেখিয়েছে সৌদি প্রো লিগ। বর্তমান সময়ে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারকে দলে নিয়েছে সৌদি লিগের ক্লাব আল হিলাল। শুধু নেইমারই নয়, দলবদলে ব্রাজিলের অনেক ফুটবলারেরই নতুন ঠিকানা সৌদি লিগ।

পর্তুগালের তারকা ফুটবলার রোনালদোকে দলে ভিড়িয়ে আলোচনায় আসে সৌদি প্রো লিগ। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাদের। গত মৌসুমে অনেক ফুটবলারই যোগ দিয়েছেন সৌদির আরবের লিগে। আর এবারের মৌসুমে নেইমারসহ বেনজেমা, মানের মতো বিশ্বমানের ফুটবলাররা যোগ দিয়েছেন সৌদি লিগের বিভিন্ন ক্লাবে।

 

সৌদি লিগে এসে রোনালদো পুরো লিগকেই বদলে দিয়েছেন। আর ব্রাজিলিয়ান ফুটবলাররা যেন এসেছেন লিগের মান বাড়াতে। এরই মধ্যে সৌদির ১৫ ক্লাবে ব্রাজিলের ২৮ ফুটবলার চুক্তিবদ্ধ হয়েছেন। বিশ্বের অন্যতম ‘ফুটবলার রপ্তানিকারক’ দেশ হিসেবে ব্রাজিলের আরও ফুটবলার যে সৌদিতে আসবেন তা বলার অপেক্ষা রাখে না।

ব্রাজিলের ফুটবলারদের মধ্যে সৌদি লিগে সবচেয়ে বড় নাম হিসেবে যোগ দিয়েছেন নেইমার। ব্রাজিলের এই পোস্টার বয় ছাড়াও ফিরমিনহো, ফ্যাবিনহো, ম্যালকমের মতো ফুটবলাররাও প্রস্তুত সৌদি লিগে মাঠ মাতাতে।

 

 

আল আহলি: রর্বাতো ফিরমিনো, রজার ইবানেজ; আল ইত্তিফাক: পাউলো ভিক্টর, ভিতিনহো; আল ফাইহা: রিকার্ডো রায়লের; আল ফাতাহ: পেট্রোস; আল হাজেম: ব্রুনো বিয়ানা, পাউলো রিকার্ডো, ভিনা; আল হিলাল: নেইমার, ম্যালকম, মাইকেল; আল ইত্তেহাদ: ফ্যাবিনহো, ইগর, করোনাডো, মার্সেলো গ্রুহে,রোমারিনহো; আল নাসর: অ্যালেক্স টেলেস, অ্যান্ডারসন তালিকসা; আল ওকচডড: পাউলো ভিটর; আল রায়েদ: পাবলো সান্তোস; আল শাহাব: ইগর সান্তোস, কার্লোস জুনিয়র; আল তাউউন: মাইলসন, ম্যাথিউস, ফ্লাভিও মেদেইরস; আল তাই: ভিক্টর ব্রাগা; আল ওহদা: আনসেলমো; খালিজ: ফ্যাবিও মার্টিনস।

 

সূত্র: চ্যানেল ২৪

Print Friendly and PDF