চট্টগ্রাম, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

পোকার আক্রমণে বিপাকে মেহেরপুরের পাটচাষিরা

প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৩ ১০:০২ : পূর্বাহ্ণ

মেহেরপুরে বৈরী আবহাওয়া ও পোকার আক্রমণে পাটের ব্যাপক ক্ষতি হয়েছে। কীটনাশক প্রয়োগেও মিলছে না প্রতিকার। এতে আশানুরূপ আঁশ পাওয়া নিয়ে শংকায় রয়েছে চাষীরা। এদিকে পাটচাষীদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।

মেহেরপুরের মাঠজুড়ে এখন সোনালী আঁশ পাটের এমন সমারহ। তবে, এবার কাঙ্খিত আঁশ পাওয়া নিয়ে শংকায় চাষীরা। সময়মত বৃষ্টির অভাব আর অতিরিক্ত তাপমাত্রার কারণে প্রথমেই ক্ষতিগ্রস্ত হয় পাটের জমি। এখন নতুন বিপদ হয়ে দেখা দিয়েছে পোকা আক্রমণ। কীটনাশক প্রয়োগসহ নানা উপায় অবলম্বন করেও মিলছেনা প্রতিকার।

 

 

অতিরিক্ত সেচ, সার ও কীটনাশক প্রয়োগের কারণে পাট আবাদের খরচ বেড়েছে কয়েক গুণ। কিন্তু পোকার আক্রমণে এ বছর পাটের উৎপাদন হতে পারে, বলে আশংকা চাষীদের।

কৃষি বিভাগ বলছে পোকার আক্রমন থেকে পাটক্ষেত বাঁচাতে কৃষকদের অনুমোদিত কীটনাশক প্রয়োগের পরামর্শ দেয়া হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে জেলায় এ বছর ২২ হাজার হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। যেখানে ৩ লাখ ৮ হাজার বেল পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে।

 

 

সূত্র – বৈশাখী  অনলাইন

Print Friendly and PDF