চট্টগ্রাম, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ , ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সেগুনবাগান তা’লীমুল কুরআন মাদরাসায় ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৩ ১১:৫৫ : পূর্বাহ্ণ

আরাফাত মজুমদার, চট্টগ্রাম : ১৬ আগষ্ট বুধবার বাদে মাগরিব নগরীর খুলশী থানাধীন সেগুনবাগান তা’লীমুল কুরআন মাদরাসার উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়
তা’লীমুল কুরআন কমপ্লেক্স চট্টগ্রাম এর চেয়ারম্যান ও সেগুনবাগান তা’লীমুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মাওলানা হাফেজ মুহাম্মদ তৈয়ব সাহেবের

সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সফল মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ২নং জালালাবাদ ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব শাহেদ ইকবাল বাবু,
রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব সিরাজুল ইসলাম সিরাজ,  জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি মোঃ কামাল উদ্দিন চৌধুরী,

দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা জনাব নুরুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক জনাব আলহাজ্ব হায়দার হোসেন বাদল, কক্সবাজার আওয়ামী লীগ নেতা জনাব আব্দুল কাদের প্রমুখ।

 

সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঘাতকরা শিশু রাসেলসহ ১৮ জন নারী পুরুষকে হত্যা করে শহীদ করেছিল , অথচ ইসলাম ধর্মে যুদ্ধ চলাকালীন সময়েও নারী এবং শিশুদের উপর আক্রমণ করতে নিষেধ করা হয়েছে। তাঁরা বোলেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে এই নিস্পাপ শিশুটিকে হত্যা করেছে। বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু এই সোনার বাংলার জনক যাঁর জীবনের অধিকাংশ সময় বাংলার মানুষের অধিকারের কথা বলতে গিয়ে বেশিরভাগ সময় জেলে অতিবাহিত হয়েছে । ১৯৭৫ সালের ১৫ আগস্ট ফজরের আজানের সময় বঙ্গবন্ধুকে স্বাধীনতা বিরোধী অপশক্তি নির্মমভাবে শহীদ করেছে। বেগম ফজিলতুন্নেছা মুজিবসহ বহু নারীদেরকে শহীদ করেছে । আজ বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারতো। যাঁরা দেশের উন্নয়ন অগ্রগতি চায় না তাঁরাই ২১ আগস্ট বর্বর গ্রেনেড হামলা চালিয়ে জননেত্রী শেখ হাসিনা কে হত্যা করতে চেয়েছিল । সেদিন মহিলা আওয়ামীলীগ নেত্রী আইভি রহমান সহ বহু নেতৃবৃন্দ শাহাদাত বরণ করেছে। এই অপশক্তি এখনো তৎপর আছে । বঙ্গবন্ধুর কিছু খুনীদের ফাঁসি কার্যকর হলেও দোসররা এখনো সক্রিয় । অত এব, দেশের উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে দমন করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।

 

বক্তারা সেগুনবাগান  তা’লীমুল কুরআন মসজিদ-মাদরসা নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত তাদের উপযুক্ত শাস্তি দাবী করে বলেন, সেগুনবাগান  মাদরাসা দেশ-জাতি ও স্বাধীনতার স্বপক্ষে সবসময় বলিষ্ঠ ভুমিকা পালন করে আসছে। এই মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক শাইখুল হুফ্ফাজ আলহাজ হাফেজ মোহাম্মদ তৈয়ব সাহেব জঙ্গিবাদের বিরুদ্ধে অসংখ্য মানববন্ধন, সভা-সমাবেশ ও  সেমিনার সিম্পোজিয়াম করে দেশের জন্য অনেক অবদান রেখেছেন।

এতে আরো উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকসহ এলাকার সাধারণ জনগণ। শোকসভায় বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ নেক হায়াত কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, তালীমুল কুরআন কমপ্লেক্স চট্টগ্রাম এর চেয়ারম্যান ও চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা এসোসিয়েশন এর সভাপতি এবং সেগুনবাগান তালীমুল কোরআন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক শায়খুল হুফফাজ আলহাজ্ব মাওলানা হাফেজ মুহাম্মদ তৈয়ব সাহেব।

Print Friendly and PDF