চট্টগ্রাম, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ , ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ওয়ানডে সিরিজ, নিউজিল্যান্ড আসবে ১৭ই সেপ্টেম্বর

প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৩ ৩:৫২ : অপরাহ্ণ

 ক্রিকেট বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও বিশ্বকাপের টেস্ট সিরিজের সূচি প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূচি প্রকাশ করে।

 

 

সূচি অনুযায়ী, আগামী ২১শে সেপ্টেম্বর মিরপুরে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ। ২৩ ও ২৬শে সেপ্টেম্বর বাকি দুই ম্যাচও হবে মিরপুরে। সবগুলো খেলাই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

এই তিন ম্যাচ খেলার জন্য চারদিন আগে ১৭ই সেপ্টেম্বর বাংলাদেশে আসবে কিউইরা।

এরপর বিশ্বকাপ শেষ করে ২১শে নভেম্বর আবার ঢাকায় পা রাখবে কিউইরা। ২৩-২৪ নভেম্বর একটি দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ২৮শে নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট, ৬ই ডিসেম্বর দ্বিতীয় টেস্ট।

 

 

সূত্র – বৈশাখী  অনলাইন

Print Friendly and PDF