প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৩ ২:২৯ : অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে পাকিস্তানের মুদ্রার মান আরও কমেছে। বুধবার (১৬ আগস্ট) দেশটির আন্তঃব্যাংক মুদ্রাবাজারে পাকিস্তানি রুপির অবমূল্যায়ন ঘটেছে শূন্য দশমিক ৫৮ শতাংশ।
বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, কার্যদিবসের শুরুতে প্রতি ডলারের মূল্যমান দাঁড়িয়েছে ২৯৩ দশমিক ২০ রুপিতে। গ্রিনব্যাকের বিপরীতে শুধু দিনের সূচনাতেই পতন ঘটেছে ১ দশমিক ৬৯ পাকিস্তানি রুপি।
আগের কর্মদিবসেও (মঙ্গলবার, ১৫ আগস্ট) মার্কিন মুদ্রা ডলারের বিপরীতে মুদ্রাটির অবনমন ঘটেছিল। ওই দিন ডলারপ্রতি দর দাঁড়ায় ২৯১ দশমিক ৫১ পাকিস্তানি রুপি।
পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার জানান, দেশটির অর্থনৈতিক নীতিমালার আরও উন্নতি করবে তার সরকার। পাশাপাশি ধারাবাহিকতা নিশ্চিত করবে।
তিনি বলেন, স্পেশাল ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কাউন্সিলের (এসআইএফসি) অধীনে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার থাকবে।
গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রে খুচরা বিক্রি প্রত্যাশা ছাড়িয়ে গেছে। এতে অর্থনৈতিক স্থিতিস্থাপকতা দুর্বল রয়েছে বলে প্রতীয়মান হয়েছে। ফলে সামনে সুদের হার বৃদ্ধি অব্যাহত রাখতে পারে ইউএস ফেডারেল রিজার্ভ (ফেড)।
সেই সঙ্গে ১০ বছর মেয়াদি ট্রেজারি ইল্ড ব্যাপক ঊর্ধ্বমুখী হয়েছে। গত অক্টোবরের পর যা সর্বোচ্চ। এরপর ডলারের তেজ আরও বেড়েছে। স্বাভাবিকভাবেই চাপে পড়েছে পাকিস্তানি রুপি।
সূত্র: চ্যানেল ২৪