চট্টগ্রাম, শনিবার, ১৮ মে ২০২৪ , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

পিএসজির সঙ্গে নতুন চুক্তি করতে রাজি এমবাপ্পে, তবে জুড়ে দিয়েছেন শর্ত

প্রকাশ: ১৪ আগস্ট, ২০২৩ ৩:৪৯ : অপরাহ্ণ

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি চলে যাওয়ার পরই এমবাপ্পে জানিয়ে দেন, এ মৌসুমের পর আর পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করবেন না তিনি। ফ্রেঞ্চ লিগ ‘আঁ’তে লোরিয়াঁ ম্যাচের আগে এমবাপ্পের সঙ্গে আলোচনায় বসে পিএসজি। সেই আলোচনা শেষে শর্তসাপেক্ষে পিএসজির সঙ্গে নতুন চুক্তি করতে রাজি হয়েছেন এমবাপ্পে।

আন্তর্জাতিক গণমাধ্যম গোল ডটকম জানায়, ফরাসি তারকা ফুটবলার এমবাপ্পে পিএসজির সঙ্গে নতুন চুক্তি করতে সম্মত হয়েছেন। তবে নতুন এক শর্ত জুড়িয়ে দিয়েছেন তিনি। আগামী মৌসুমে পিএসজি ছাড়ার নিশ্চয়তা চান তিনি।

পিএসজির সভাপতি নাসের আল খেলাইফির সঙ্গে বৈঠকের পর এক বছরের চুক্তি করতে রাজি হয়েছেন এমবাপ্পে।

 

 

এর আগে, ফ্রান্সের তারকা ফুটবলার এমবাপ্পের ওপর রেগে গিয়ে তাকে মূল দলের বাইরে পাঠিয়ে দেয় পিএসজি। পরে তারকা এই ফুটবলারের সঙ্গে বৈঠকে বসেন এমবাপ্পে। বৈঠক শেষে এমবাপ্পেকে মূল দলে ফেরানোর ঘোষণা দেয় ক্লাবটি।

রোববার (১৩ আগস্ট) এক বিবৃতিতে পিএসজি লিখে, ‘লোরিয়াঁ ম্যাচের আগে পিএসজি ও এমবাপ্পের মধ্যে খুব গঠনমূলক ও ইতিবাচক আলোচনা হয়েছে। সকালেই সে মূল দলের অনুশীলনে ফিরবে।’

 

 

সূত্র: চ্যানেল ২৪

Print Friendly and PDF