চট্টগ্রাম, শনিবার, ১৮ মে ২০২৪ , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার আশংকা

প্রকাশ: ১৪ আগস্ট, ২০২৩ ১০:২১ : পূর্বাহ্ণ

উজানে ভারী বৃষ্টি আর পাহাড়ী ঢলে লালমনিরহাটে তিস্তানদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আজ সোমবার সকাল থেকে তিস্তার পানি ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানান লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নিবাহী প্রকৌশলী সুনীল কুমার রায়। পানি নিয়ন্ত্রণে ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

 

 

এরইমধ্যে তলিয়ে গেছে তিস্তাপাড়ের নি¤œাঞ্চলের ধানসহ বিভিন্ন ফসলের ক্ষেত। দেখা দিয়েছে বন্যার আশংকা।

এদিকে, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারাদেশেই বৃষ্টিপাত হচ্ছে। আজ দেশের ৬টি অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

 

সূত্র – বৈশাখী  অনলাইন

Print Friendly and PDF