চট্টগ্রাম, শনিবার, ১৮ মে ২০২৪ , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

প্রকাশ: ১৪ আগস্ট, ২০২৩ ১১:০৮ : পূর্বাহ্ণ

চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চলছে। তিনি কেবিনেই চিকিৎসা নিচ্ছেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা সবসময় তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন।

 

 

রোববার রাত ১০টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এভারকেয়ার হাসপাতালে যান। তিনি চিকিৎসকদের সাথে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন।

গত ৮ই জুলাই এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। গুলশানের বাসা ‘ফিরোজা’য় হঠাৎ তাঁর অসুস্থতা বেড়ে যাওয়ায় মেডিকেল বোর্ডের পরামর্শে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হন তিনি।

সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, হৃদরোগ, ডায়াবেটিস, ফুসফুস, চোখের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন।

 

 

সূত্র – বৈশাখী  অনলাইন

Print Friendly and PDF