চট্টগ্রাম, রোববার, ১৯ মে ২০২৪ , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দুই কংগ্রেসম্যানের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা

প্রকাশ: ১৩ আগস্ট, ২০২৩ ৪:১৫ : অপরাহ্ণ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান রিপাবলিকান দলের রিচার্ড ম্যাককরমিক ও ডেমোক্র্যাট দলের এড কেস।

মার্কিন প্রতিনিধি দলটি রোববার (১৩ আগস্ট) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে মধ্যাহ্নভোজে অংশ নেন। এ সময় দুই দেশের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়।

এর আগে, সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে ব্ঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। পরে ব্ঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর পরিদর্শন করেন। এরপর পরিদর্শন বইয়ে সাক্ষর করেন প্রতিনিধি দলের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ৪ দিনের বাংলাদেশ সফরে ব্যস্ত সময় পার করছেন তারা। সফরের দ্বিতীয় দিন সোমবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার যাবেন দুই কংগ্রেসম্যান। সেখানে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি রোহিঙ্গাদের সঙ্গেও কথা বলবেন তারা।

Print Friendly and PDF