চট্টগ্রাম, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ , ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পার্বত্য অঞ্চলে নামছে পানি ভেসে উঠছে ক্ষত

প্রকাশ: ১৩ আগস্ট, ২০২৩ ১১:৩৯ : পূর্বাহ্ণ

পার্বত্য অঞ্চলে বৃষ্টির জলাবদ্ধতা কমে গেলেও ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে হাজারো মানুষ। পানিবদ্ধ জায়গাগুলোতে বিশুদ্ধ পানির তীব্র সঙ্কট দেখা দিয়েছে। বেশি বিপর্যস্ত পর্যটন নগরী বান্দরবান। রুমা উপজেলায় সড়কে বিভিন্ন অংশে পাহাড় ধসে যান চলাচল বন্ধ রয়েছে। সড়ক মেরামত ও বন্যার্তদের মধ্যে ত্রাণ পৌঁছে দিতে কাজ করছে জেলা প্রশাসন ও সেনাবাহিনী।

বন্যায় এ জেলায় নষ্ট হয়েছে সাড়ে আট হাজার হেক্টর ফসলি জমি, ক্ষতিগ্রস্ত হয়েছে সাড়ে তিন হাজার বসতঘর। রাঙ্গামাটির বরকল-বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকা এখনও জলমগ্ন। চট্টগ্রামে পানি নেমে গেলেও কমেনি দূর্ভোগ। কক্সবাজারের ৬০টি ইউনিয়নের পাঁচ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে চকরিয়া ও পেকুয়া উপজেলায় বেশি ক্ষতি হয়েছে।

 

 

Print Friendly and PDF