চট্টগ্রাম, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নেতাকর্মীদের নির্বাচন নিয়ে আজ ‘বিশেষ বার্তা’ দেবেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ১২ আগস্ট, ২০২৩ ২:১৬ : অপরাহ্ণ

 

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আজ। শনিবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে এই সভায় সভাপতিত্ব করবেন দলটির সভাপতি শেখ হাসিনা।

দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

 

 

গত ৬ আগস্ট গণভবনে তৃণমূলের নেতা ও জনপ্রতিনিধি নিয়ে বিশেষ বর্ধিত অনুষ্ঠিত হয়। যেখানে সারা দেশের ৩ হাজারের বেশি নেতাকর্মী অংশ নেন। সেখানে বিশেষ বর্ধিত সভায় তৃণমূল নেতাদের কথা শোনার পর এবার দলের কার্যনির্বাহী সংসদের নেতাদের নিয়ে বৈঠকে বসছেন শেখ হাসিনা।

সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের ‘বিশেষ বার্তা’ দেবেন তিনি। এছাড়া নির্বাচনের প্রস্তুতি, তৃণমূলের অভ্যন্তরীণ বিভেদ মিটিয়ে ঐক্যবদ্ধ থাকা, বিএনপিসহ বিরোধীদের আন্দোলন মোকাবিলাসহ নানা বিষয়ে আলোচনা হবার কথা রয়েছে।

আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক বলেন, আজকের বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ। সেখানে দলের ৮ বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের দেওয়া রিপোর্টগুলোর চুলচেরা বিশ্লেষণ করা হবে।

বিশেষ বর্ধিতসভায় যে সমস্যাগুলো তৃণমূলের নেতারা জানিয়েছেন, সেগুলোর বিষয়েও নিদের্শনা দিতে পারেন দলের প্রধান। বিভিন্ন সময় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিক স্খলনের কারণে বহিষ্কৃত নেতাদের দলে ফিরিয়ে আনা যায় কিনা তা নিয়েও আলোচনা হতে পারে।

 

সূত্র: চ্যানেল ২৪

Print Friendly and PDF