চট্টগ্রাম, শনিবার, ১৮ মে ২০২৪ , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

৭ সপ্তাহে স্বর্ণের দর সর্বনিম্ন

প্রকাশ: ১২ আগস্ট, ২০২৩ ৩:৪০ : অপরাহ্ণ

 

স্বর্ণের বৈশ্বিক মূল্য আরও কমেছে। সাপ্তাহিক ভিত্তিতে গত ৭ সপ্তাহের মধ্যে যা সর্বনিম্ন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

 

এতে বলা হয়, শুক্রবার (১১ আগস্ট) যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের শক্তি বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে মার্কিন ট্রেজারি ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে স্বর্ণের দরপতন ঘটেছে।

এদিন স্পট মার্কেটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম বেড়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১৯১৭ ডলার ৯৯ সেন্টে।

এর আগে বেঞ্চমার্কটির ব্যাপক মূল্য হ্রাস পায়। গত ৭ জুলাইয়ের পর তা সর্বনিম্নে নেমে যায়।

একই কার্যদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের দর ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ১৯৫০ ডলার ১০ সেন্টে।

তবে সবমিলিয়ে চলতি সপ্তাহে স্বর্ণের দাম কমেছে। যে হার ১ দশমিক ২ শতাংশ। সাপ্তাহিক হিসাবে বিগত ৭ সপ্তাহের মধ্যে তা সবচেয়ে কম।

 

 

একই কর্মদিবসে ডলার সূচক ঊর্ধ্বগামী হয়েছে। এ নিয়ে টানা ৪ সপ্তাহ তা বাড়লো। পাশাপাশি ইউএস বেঞ্চমার্ক ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড ইল্ড বেড়েছে। একটানা ৪ সপ্তাহও সেটা বৃদ্ধি পেয়েছে।

মেটালস ফোকাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফিলিপ নিউম্যান বলেন, প্রতি আউন্স স্বর্ণের দর ১৯০০ ডলারের মধ্যে থাকলে ব্যাপক পরিমাণে কিনছেন বিনিয়োগকারীরা। আর গুরুত্বপূর্ণ ধাতুটির মূল্য বৃদ্ধি পেলে বিক্রি করছেন তারা। এতে নিরাপদ আশ্রয় সম্পদের দাম বর্তমান পরিসরের আশেপাশেই থাকছে।

 

সূত্র : চ্যানেল ২৪

Print Friendly and PDF