চট্টগ্রাম, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

এশিয়া কাপের দলে নেই মাহমুদউল্লাহ, নতুন মুখ তামিম

প্রকাশ: ১২ আগস্ট, ২০২৩ ১১:২১ : পূর্বাহ্ণ

 

অবশেষে এশিয়া কাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব আল হাসানের নেতৃত্বেই পাকিস্তান ও শ্রীলঙ্কায় এশিয়া কাপ খেলতে যাবে টাইগাররা। ১৭ সদস্যদের সেই দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন ২২ বছর বয়সী ওপেনার তানজীদ হাসান তামিম। গত মাসে ইমার্জিং এশিয়া কাপে ৪ ম্যাচে ৩ ফিফটির পুরস্কার পেলেন তানজীদ।

 

 

এদিকে গুঞ্জন থাকলেও এই স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারের। তবে দলে ফিরেছেন স্পিনার নাসুম আহমেদ ও স্পিন অলরাউন্ডার শেখ মাহেদী হাসান।

শনিবার (১২ আগস্ট) সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলন কক্ষে দল ঘোষণা করেন বিসিবির তিন নির্বাচক।

এশিয়া কাপের বাংলাদেশ দল :
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত,  তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, এবাদত হোসেন ও নাঈম শেখ।

 

সূত্র: চ্যানেল ২৪

Print Friendly and PDF