প্রকাশ: ১০ আগস্ট, ২০২৩ ১০:৫৭ : পূর্বাহ্ণ
পানি কমে আসায় দুই দিন পর স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল। সকাল থেকে এই মহাসড়কে অনেকটা স্বাভাবিকভাবেই গাড়ি চলাচল করছে।
তবে এখনও জলমগ্ন রয়েছে কক্সবাজারের ৯টি উপজেলার অনেক নিুাঞ্চল। ডুবে আছে সড়ক, বাড়িঘর। ঘরে পানি ওঠায় বিশুদ্ধ খাবার পানির সংকটে পড়েছেন এসব এলাকার মানুষ।
এদিকে, বৃষ্টি কমার পর চট্টগ্রাম মহানগরী থেকে পানি নামলেও বিভিন্ন উপজেলার নিুাঞ্চল এখনও ডুবে আছে। সাতকানিয়া ও চন্দনাইশের বেশ কয়েকটি গ্রাম এখনো পানির নিচে।
অতিভারী বৃষ্টি ও পাহারী ঢলে তিন পার্বত্য জেলার মধ্যে বান্দরবান এখন পর্যন্ত বেশি ক্ষতিগ্রস্ত। পানিবন্দি হয়ে আছে জেলার কয়েক লাখ মানুষ। প্রায় বিচ্ছিন্ন হয়ে আছে সড়ক যোগাযোগ ও মোবাইল ফোনের নেটওয়ার্ক। এখনো স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ।
সূত্র – বৈশাখী অনলাইন