প্রকাশ: ৮ আগস্ট, ২০২৩ ১২:০০ : অপরাহ্ণ
বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে একদিনের বিশ্বকাপ ক্রিকেট ট্রফি এখন বাংলাদেশে।
তিন দিনের বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার ৮ ই আগস্ট নেয়া হয়েছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সেখানে জাতীয় দলের বর্তমান ও সাবেক খেলোয়াড় ও বিসিবির পরিচালকরা ট্রফির সাথে ছবি তুলছেন।
আগামীকাল সকাল থেকে ক্রিকেট অনুরাগীদের জন্য বিশ্বকাপ ট্রফি রাখা হবে বসুন্ধরা শপিং কমপে-ক্সে। সেখানে একটি নির্দিষ্ট দূরত্ব থেকে ট্রফি দেখা ও ছবি তোলার সুযোগ পাবে ক্রিকেটপ্রেমীরা। ওই দিন রাতেই বিশ্বকাপ ট্রফি বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হবে।
এর আগে গতকাল সোমবার বিশ্বকাপ ট্রফি নিয়ে পদ্মা সেতুর সামনে আনুষ্ঠানিক ফটোসেশন করা হয়েছে।