চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা সাইবার আইনে আনার চিন্তা: আইনমন্ত্রী

প্রকাশ: ৮ আগস্ট, ২০২৩ ৩:৪৬ : অপরাহ্ণ

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনে যাদের মামলা রয়েছে সেগুলো চলমান আইনেই বিচার হবে। তবে বর্তমান আইনে (সাইবার সিকিউরিটি অ্যাক্ট) যেহেতু সাজা কমানো হয়েছে, তাই এই আইনে মামলাগুলো নেওয়া যায় কি না তা ভাবছে সরকার।

মঙ্গলবার (৮ আগস্ট) রাজধানীতে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন আইনমন্ত্রী।

আনিসুল হক বলেন, যারা সাইবার সিকিউরিটি আইন নিয়ে সমালোচনা করছে, তারা আইনটি না পড়ে এসব বলছে।

এই আইনে মানুষের হয়রানি কমেনি বলে শাহদীন মালিকসহ আইনজীবীরা যা বলছেন, এ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, তারা সরকারের কোনো পদক্ষেপকেই ভালো মনে করেন না। কিন্তু সরকার দেশের জন্য যা ভালো তাই করে।

 

আইনমন্ত্রী বলেন, ডিজিটাল সিকিউরিটি আইনটি সংশোধনও না, রহিতও না।  এটি পরিবর্তন করা হয়েছে। আইনটিতে এতবেশি পরিবর্তন হয়েছে যে, পুরনো নামটি রাখলে সংশোধনী বলতে হতো, তাতে মানুষ বিভ্রান্ত হতো। এ জন্য আইনের ব্যাপ্তি বাড়ানোর জন্য নামটি রাখা হয়েছে সাইবার সিকিউরিটি আইন।

বৈঠকে গোয়েন লুইস জানান, ডিজিটাল সিকিউরিটি আইনটি পরিবর্তন করায় সন্তুষ প্রকাশ করেছে জাতিসংঘ। নতুন আইনে যা পরিবর্তন হয়েছে বলে জানা গেছে, তা যাতে কার্যকর হয় সে ব্যাপারে আশাবাদী তারা। তবে আইনটি সমন্ধে এখনো বিস্তারিত জানেননি তারা।

 

 

সূত্র – নিউজ ২৪ অনলাইন

Print Friendly and PDF