চট্টগ্রাম, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতি অবনতি, পানিবন্দী হাজারও পরিবার

প্রকাশ: ৮ আগস্ট, ২০২৩ ৩:৫৭ : অপরাহ্ণ

খাগড়াছড়িতে টানা বর্ষণে পানি বেড়ে বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। সোমবার (৭ আগস্ট) বিকেল থেকে মাইনী নদীর পানি বেড়ে দীঘিনালার মেরুং ইউনিয়নের ১০টি গ্রামে পানিবন্দী হয়ে পড়েছে ৫ শতাধিক পরিবার। বন্ধ রয়েছে রাঙ্গামাটির লংগদুর সাথে সারাদেশের সড়ক যোগাযোগ।

এছাড়া খাগড়াছড়ি সদরের চেঙ্গী নদীর পানি বেড়ে নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। খাগড়াছড়ি পৌরসভার মুসলিমপাড়া, মেহেদীবাগ, খবংপুড়িয়াসহ কয়েকটি গ্রামের ৫ শতাধিক পরিবার পানিবন্দী। এছাড়াও জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় নদী ছড়ার পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।

অন্যদিকে, টানা বৃষ্টির কারণে অনেক স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। জেলার ৯ উপজেলায় ১৩৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

আশ্রয়কেন্দ্রে আসা লোকজন এখনও কোন ধরণের সহায়তা পাচ্ছেনা বলে অভিযোগ করছেন। তবে দুপুরের পর থেকে রান্না করা ও শুকনো খাবার বিতরণের প্রস্তুতি চলছে বলে জানান খাগড়াছড়ি পৌরসভার প্যানেল মেয়র মো. শাহ আলম। ফায়ার সার্ভিসসহ স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্ধারকর্মীরা প্রস্তুত রয়েছে।

 

 

সূত্র – চ্যানেল২৪

Print Friendly and PDF