চট্টগ্রাম, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

এশিয়া কাপের আগেই বিশ্বকাপ স্কোয়াড

প্রকাশ: ৭ আগস্ট, ২০২৩ ১১:০০ : পূর্বাহ্ণ

বিশ্বকাপ শুরু হচ্ছে ৫ই অক্টোবর। দুই টুর্নামেন্টের সময় ঘনিয়ে এলেও এখন পর্যন্ত দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ধারণা করা হচ্ছে, এশিয়া কাপের পারফর্ম্যান্সের ভিত্তিতেই বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করবে বিসিবি।

 

 

জানা গেছে, ২৯শে আগস্ট দলগুলোকে প্রাথমিক স্কোয়াড ঘোষণার শেষদিন নির্ধারণ করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। তবে প্রাথমিক সেই স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ থাকছে দলগুলোর জন্য। তবে পরিবর্তন আনতে হলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন প্রয়োজন হবে। সাপোর্ট পিরিয়ড টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগে থেকে কার্যকর হয়।

 

Print Friendly and PDF