চট্টগ্রাম, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ডেঙ্গু নিয়ন্ত্রণে জরুরি অবস্থা জারির আহ্বান

প্রকাশ: ৬ আগস্ট, ২০২৩ ৪:১১ : অপরাহ্ণ

ডেঙ্গু নিয়ন্ত্রণে জরুরি অবস্থা জারির আহ্বান জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা। সংস্থাটি মনে করে, জলবায়ু পরিবর্তন এবং অপরিকল্পিত নগরায়নের ফলে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু। একইসঙ্গে থেমে থেমে বৃষ্টি হওয়ায় দেশে ডেঙ্গুর বিস্তার বাড়ছে।

রোববার (৬ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পরিবেশ ও সামাজিক অভিঘাতের পরিপ্রেক্ষিতে ডেঙ্গুর প্রসার শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

 

 

নিম্ন আয়ের মানুষ যে এলাকায় থাকে, সেই অঞ্চলে সিটি করপোরেশনের অবহেলা রয়েছে মন্তব্য করে বক্তারা বলেন, দুই সিটি করপোরেশনের মধ্যে কোনো সমন্বয় নেই। সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। এ সময় ডেঙ্গু নিয়ন্ত্রণে জরুরি অবস্থা জারির আহ্বান জানান বক্তারা।

 

 

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশবিদ ইকবাল হাবিব। নুর মোহাম্মদ তালুকদারের সভাপতিত্বে আলোচনা করেন আইইডিসিআর,বি’র উপদেষ্টা ডা. মুশতাক হোসেন, ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের সভাপতি অধ্যাপক ড. এম আবু সাঈদ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী এবং কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার।

 

 

সূত্র – নিউজ ২৪ অনলাইন

Print Friendly and PDF