চট্টগ্রাম, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ , ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৯

প্রকাশ: ৫ আগস্ট, ২০২৩ ১১:৫৩ : পূর্বাহ্ণ

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা-বিভাগ।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৪৭১৯ পিস ইয়াবা, ৫৩ গ্রাম ৯০ পুরিয়া হেরোইন, ৭০ কেজি ১৫০ গ্রাম ২০০ পুরিয়া গাঁজা ও ২১ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।

 

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা দায়ের করা হয়েছে।

Print Friendly and PDF